কুষ্টিয়া মডেল ইনস্টিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : কুষ্টিয়া মডেল ইনস্টিটিউট স্কুলের আয়োজনে আবহমান গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্কুল ক্যাম্পাস চত্বরে আয়োজিত পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অত্র স্কুলের অধ্যক্ষ ইউসুফ আলি।

প্রায় ৩০টি স্টলে স্কুলের শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের নিজ হাতে তৈরী ঐতিহ্যবাহী হরেক রকমের সুস্বাদু পিঠা স্থান পাই। সকাল থেকেই প্রচুর দর্শনার্থী পিঠা উৎসবে এসে ঐতিহ্যবাহী সব পিঠার স্বাদ গ্রহন করেন।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড: কামরুল হাসান সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মো: ইউসুফ আলী এছাড়াও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মেহেদী হাসান কো-অর্ডিনেটর হাফেজ রাশিদুল ইসলাম বয়জে সেকশনের ইনচার্জ এম ওয়াজেদ আলী গার্লস সেকশনের ইনচার্জ সারজিয়া রুনা এলিমেনটারী সেকশনের ইনচার্জ নাঈমা সুলতানা প্রি-হিফজ সেকশনের ইনচার্জ হাফেজ মাসুম বিল্লাহ হিফজ সেকশনের ইনচার্জ হাফেজ জিয়াউল হকসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।